অনেকেই মসৃণ উজ্জ্বল ত্বক চায়। কিন্তু অনেক সময় নিয়মিত যত্ন আর নামিদামি কসমেটিকস ব্যবহারের পরও ত্বকের সৌন্দর্য ঠিক থাকে না। ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত।
আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আপনার রান্নাঘরে থাকা এই সবজি। চলুন জেনে নিই সবজি কীভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে–
টমেটো ও মধুর ফেস মাস্ক
ত্বকের মসৃণতা বজায় রাখতে এবং উন্মুক্ত রন্ধ্র সংকুচিত করতে টমেটো ও মধুর মিশ্রণ দারুণভাবে কাজ করে। মধু ও টমেটোর রস সমপরিমাণে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তার পর উষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন।