দেশের অর্থনীতি যেকোন সময়ের চেয়ে চাপের মুখে: সিপিডি

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মনে করে, বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি গত এক দশকে এক ধরনের সীমান্ত রেখায় উপনীত হয়েছে। পাশপাশি আলোচ্য সময়ে দেশের অর্থনীতি কোনো সময়ের চেয়ে এখন চাপের মুখে আছে। দেশের সামষ্টিক অর্থনীতিতে একটা শক্তি ছিল। সেই শক্তিতে একটা চিড় ধরেছে। সেই শক্তিতে দুর্বলতা দেখা দিয়েছে।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে ‘স্টেট অফ দ্যা বাংলাদেশ ইকোনমি অ্যান্ড বাজেট চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান। আরও বক্তব্য রাখেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তৌফিক ইসলাম খান বলেন, বিগত কয়েক বছরে শেয়ারবাজারে অনেক সংস্কার হয়েছে। শেয়ারবাজারের উন্নয়নের জন্য এই সংস্কার অব্যাহত রাখা প্রয়োজন। শুধু সংস্কার বা প্রণোদনা দিলেই শেয়ারবাজারে কাজে আসবে না।