ছাত্রসেনা গুমান মর্দন ইউনিয়ন শাখার কাউন্সিল

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম আজ নৈতিক অবক্ষয়ের শিকার। মাদক ও জঙ্গীবাদের মত অপরাধে তরুণরা ক্রমশ লোপ্ত হচ্ছে। দেশের ভবিষ্যত কর্ণধার তরুণদের আলোকিত ও নিবেদিত মানুষ হিসেবে গঠন করা না গেলে দেশের স্বাধীনতার মত মহান অর্জনও ম্লান হয়ে যাবে। তাই তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গীবাদের করাল গ্রাস থেকে রক্ষায় ছাত্রসেনার নেতাকর্মিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আজ ১১ জুন মঙ্গলবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গুমান মর্দন ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ মুসলিম উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গুমান মর্দ্দন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গুমান মর্দ্দন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গুমান মর্দ্দন ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ গোলাম মওলা, ছাত্রনেতা মুহাম্মদ জোনায়েত আরাফাত, মুহাম্মদ আবদুল মজিদ আলকাদের, মুহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম, মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিরাজী, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ শাওন মনির, মহি উদ্দীন, মুহাম্মদ জাহেদুল ইসলাম, যুবনেতা জসিম উদ্দীন, ফরহাদ আহমেদ, সায়েদুল আলম চৌধুরী রাশেদ, গোলাম মুস্তফা, মুহাম্মদ মিজান, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুল আল রানা, মুহাম্মদ কামরুল ইসলাম সাগর, মুহাম্মদ সজিব, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ ওসমান প্রমুখ। কাউন্সিলে আব্দুল কাদেরকে সভাপতি, মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।