‘হনন উপন্যাসে সমাজের বাস্তব ট্র্যাজেডি ফুটে উঠেছে’

‘হনন’ উপন্যাসে বাস্তব জীবনের ট্র্যাজেডি চিত্র সাবলীলভাবে ফুটে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আট বন্ধুর জীবনের গল্পকে উপজীব্য করে লেখক একটি ট্রাজেডির আবহ সৃষ্টি করেছেন। জীবনের অভিযাত্রায় ভালোবাসা বন্ধুত্বের রঙিন অধ্যায়গুলো কিভাবে দম্ভ আর অহংবোধের কাছে পরাজিত হয় সে চিত্রও তুলে ধরা হয়েছে। সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর চতুর্থ গ্রন্থ হনন উপন্যাসের প্রকাশনা উৎসবে আলোচকবৃন্দ এসব কথা বলেন। ১১ মার্চ শনিবার বিকেলে মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে প্রকাশনা উৎসব আয়োজন করে সাহিত্য সংগঠন প্রতীতি। মাতৃকা হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা: জামশেদ আলমের সভাপতিত্বে প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডা: ইসমাইল খান। প্রধান আলোচক ছিলেন দৈনিক আজাদীর ফিচার এডিটর নাট্যজন প্রদীপ দেওয়ানজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহী মোস্তফা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অনন্যা চৌধুরী কোয়েনা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: ইসমাইল খান বলেন, একটি উপন্যানের শুরু এবং শেষ খুবই গুরুত্বপূর্ন। উপন্যাসের পটভুমি নির্মিত হয় সুন্দর গল্পের উপর। লেখক তার নিজস্ব চিন্তা দিয়ে একজন পাঠকের সাথে গল্পের সাঁকো তৈরী করেন। শাহাদাৎ হোসেন চৌধুরী হনন উপন্যাসে জীবনধর্মী একটি ট্র্যাজেটি গল্প পাঠকের সামনে তুলে ধরেছেন। তিনি আরো বলেন, উপন্যাস একজন পাঠককে বই পড়ার অভ্যাসে উদ্বুদ্ধ করে। আমরা বই পড়ার অভ্যাস থেকে ক্রমেই দুরে সরে যাচ্ছি। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রকাশনা উৎসবে আরো বক্তব্য রাখেন মিরসরাই এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, সাংবাদিক নয়ন কান্তি ধুম, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাহিত্য সংগঠন প্রতীতির সাধারণ সম্পাদক হাসান সাইফ উদ্দিন, কবি সাইফুদ্দিন মাসুক, প্রজন্ম মিরসরাই’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাহার মাসুক, মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুবর্ণা চক্রবর্তী, মারুফ মডেল স্কুলের সহকারী শিক্ষক রিগান চৌধুরী। প্রকাশনা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, কবির মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, কেপিআই সার্ভিস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দে, প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, এডভোকেট নাজমুল হাসান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক ফিরোজ মাহমুদ, আজমল হোসেন , ইমাম হোসাইন, রবি করিম, তুষার, দিদারুল আলম, জাবেদ ভূঁইয়া, আজিজ আজহার, শিহাব উদ্দিন শিবলু প্রমূখ।