পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সমমনা-৯৫ ব্যাচ’র উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া পৌরসদরের বাসষ্টেশনস্থ পার্টি কমিউনিটি সেন্টারে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংঘটনের পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ আশেক এলাহী, আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু, মু.শফিকুল ইসলাম, আবু ছাদেক, রোকনুজ্জামান খান, হারুনুর রশিদ, আবুল হোসেন সাবের, সেকান্দর হোসাইন সাদা, জয়নাল আবেদীন, সাইমন হোসেন, ডা. সাখাওয়াত হোসাইন হিরু, নুর মুহাম্মদ, গিয়াস উদ্দিন, শামীম মাহমুদ পলাশ, মুহাম্মদ ফরিদুল আলম, মো: মোজাফফর, আবদুল খালেক, নুরুল আকতার।
অনুষ্ঠানে ‘সমমনা-৯৫ ব্যাচ’র পরিচালকবৃন্দ বলেন, মানবতায় সবচেয়ে বড় ধর্ম। মানবতা ছাড়া ধর্ম কোনদিনই পরিপূর্ণতা লাভ করতে পারে না। প্রত্যেক স্বচ্ছল মানুষের উচিত অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাধ্যমত সহযোগিতা করা। আমরা যার যার সাধ্যমত এ উদ্যোগে এগিয়ে আসলাম। আগামীতে আরো বড় পরিসরে ও ব্যাপক আয়োজনে এ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাব।