শান্ত-জাকিরের শতরানের ওপেনিং জুটি

দ্বিতীয় ইনিংসে ছন্দ দেখাচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৪২ ওভারে ১১৯ রানের পার্টনারশিপ গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। শান্ত ১৪৩ বলে ৭ চারে ৬৪ রান এবং জাকির ১০৯ বলে ৮ বাউন্ডারিতে ৫৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৯৪ রান।

শান্ত-জাকিরের শতরানের ওপেনিং জুটিতে লড়ছে টাইগাররা

২ উইকেটে ২৫৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ৫১৩ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান তুলে তৃতীয় দিন শেষ করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ২৫ এবং জাকির হাসান ১৭ রানে অপরাজিত ছিলেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লড়ছেন এই দুই ওপেনার। ২৭ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। শান্ত ৪৬ এবং জাকির ৩৪ রান নিয়ে ক্রিজে আছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৩৩ রান।

নিজেদের প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিল ভারত।

জবাবে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।