শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনার দীপ্তমান সূর্যশিখা: শওকত বাঙালি
আগামী ২৮ জুন, শুক্রবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত গণজাগরণযাত্রার সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা।
শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনোপলক্ষে প্রস্তুতি সভা ও ইফতারায়োজনের সূচনা বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এই ঘোষণা দেন।
শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযুদ্ধের চেতনার দীপ্তমান সূর্যশিখা অভিহিত করে বলেন, আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন এবং তৃণমূলে প্রতিষ্ঠিত করার সংগ্রামে অবিচল ছিলেন। উল্লেখ্য, শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণজাগরণযাত্রা প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করা হয়েছিল। সেই আয়োজন আগামী ২৮ জুন পূর্ব ঘোষিত কর্মসূচিসহ অনুষ্ঠিত হবে।
সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্ল্যা চৌধুরী ভাস্করের সঞ্চালনায় গতকাল ৩০ মে, ৩৩ সদরঘাট রোডস্থ সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা সাধারণ সম্পাদক প্রফেসর রেখা আলম চৌধুরী, সহ-সভাপতি রাজনীতিক স্বপন সেন, দীপংকর চৌধুরী কাজল, যুবনেতা মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, এম.এ মান্নান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক চৌধুরী, মিথুন মল্লিক, আসাদুজ্জামান জেবিন, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সনেট চক্রবর্ত্তী, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, আইন সম্পাদক অ্যাডভোকেট আলহাজ সৈয়দ কামাল, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী রাজু, কার্যনির্বাহী সদস্য এম হামিদ হোছাইন, আবদুল কাদের, মুহাম্মদ আলমগীর, মো. আকতার হোছাইন, নাছিমা আকতার, মরিয়ম আক্তার মুক্তা, মোস্তাক আহমদ মুরাদ, রুবেল কুমার শীল, মো. জয়নাল আবেদিন প্রমুখ।
সভায় আগামী ২৮ জুন চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণযাত্রা সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয় এবং আগামী ১৫ জুন, শনিবার সংগঠনের ঈদ পুনমির্লনী ও পরবর্তী প্রস্তুতি সভা সদরঘাট রোডস্থ সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।