ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন

সময়টা গরম হওয়ায় ফেব্রিক ও রঙে পেয়েছে বিশেষ গুরুত্ব। পোশাকে তাই কটনের ব্যবহার বেশি। একই সঙ্গে লক্ষ রাখা হয়েছে রং ও কাটে। রুচিশীল ও ট্রেন্ডি পোশাক যার প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন।

স্বাছন্দ্যতার জন্য ব্যবহার করা হয়েছে আরামদায়ক নানা মেটারিয়ালের কাপড়। এবারের ঈদের আয়োজনে থাকছে ক্রপ টপস, শর্ট টপস, অ্যাসিমেটরিক, লেয়ারড, ক্রপ টপস, এ-লাইন টপস ছাড়াও কুর্তি, গাউন, কামিজ। বটমের প্যাটার্নেও আনা হয়েছে নানা বৈচিত্র্যময় পাতিয়ালা সালওয়ার, ধুতি, পালাজো, টিউলিপ, হারেম, বেলবটম ছাড়াও লেগিংস, প্যান্ট এবং স্কার্ট রয়েছে ঈদ স্পেশাল আয়োজনে।

ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবী,শার্ট,টি-শার্ট ও প্যান্টের বেচিত্র্যময় কালেকশন। টুয়েলভ ক্লদিং এর সিইও ফাহমিদ ইসলাম বলেন, ঈদ মানেই নিত্যনতুন পোশাকের সম্ভার। স্টাইলিশ ফ্যাশনেবল তরুণ তরুণীদের কথা মাথায় রেখে আমরা সবসময় বেচিত্র্যময় পোশাক তৈরি করি। এবারও টুয়েলভ কালেকশনে পাওয়া যাবে চমৎকার সব পোশাক