লন্ডনে গ্রেটার চিটাগং এসোসিয়েশনের ইফতার মাহফিল

যুক্তরাজ্যের তথা ইউরোপে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চিটাগং এসোসিয়েশন (ইউকে) এর ইফতার মাহফিল সম্প্রতি (২৫ মে ) পূর্ব লন্ডনের হালিসবেরি কমুনিটি হলে অনুষ্টিত হয় | এতে অনেক চট্টগ্রামবাসী সপরিবারে এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর সায়ীদ ফিরোজ গনি, ফাউন্ডিং জেনেরাল সেক্রেটারি শওকত মাহমুদ টিপু, ভাইস প্রেসিডেন্ট মীর রাশেদ আহমেদ, ট্রেজারার অনুপম সাহা | অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কাৰণে তিনি আসতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে সেকেন্ড সেক্রেটারি মনসুর আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনি মাননীয় হাই কমিশনার এর পক্ষ গ্রেটার চিটাগং এসোসিয়েশন (ইউকে) এর সকলকে শুভেচ্ছা জানান | অনুষ্ঠানে দুআ ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ইমরান আহমেদ | এতে সংগঠনের সদস্যদের মধ্যে যারা বাবা মা এবং ভাই বোন সম্প্রতি হারিয়েছেন তাঁদের বিদেহী আত্মাৰ মাগফিরাত কামনা করা হয় |

এসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন জানান আগের বারের মতো এইবারও সদস্য -শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগৃহিত জাকাত এর অর্থ বাংলাদেশের গরিব পরিবারের মধ্যে বন্টন এবং গরিব মেধাবীদের স্ট্যুডেন্ট স্কলারশিপ প্রদানের কথা জানান এবং এ ব্যাপারে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের আরো এগিয়ে আসার জন্য অনুরোধ জানান | জেনারেল সেক্রেটারি কাউন্সিলর সায়ীদ ফিরোজ গনি এসোসিয়েশন এর সদস্য হওয়ার জন্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের
প্রতি আহবান জানান |

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন এরশাদ মালিক, রাজ্জাকুল হায়দার বাপ্পি, সাজ্জাদুল ইসলাম, ওসমান ফয়সাল, মোহাম্মদ কায়সার, মনির মাহমুদ, হাসান আনোয়ার, মিল্লাত হোসেন এবং অন্যান্যরা |