নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও

বিশ্বকাপে নোরা ফাতেহির অনুষ্ঠান দেখার আগ্রহ ছিল গোটা ভারতীয়দের। প্রথম কোনো বলিউডের তারকা হিসেবে তিনি বিশ্বকাপের পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছিলেন। তাকে নিয়ে প্রশংসায় ভেসেছিল ভারতীয়রা।
তবে সম্প্রতি নোরার এক ভিডিও নিয়ে নিন্দায় ভাসছে নেটিজেনরা। গর্ব ও প্রশংসার বদলে দিচ্ছে ধিক্কার। কারণ, ভিডিও তে দেখাযায় নাচ শেষে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় নোরা জাতীয় পতাকা তুলে ধরেছিলেন কিন্তু তা উল্টা ভাবে। পরে বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন নোরা।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। হিরাখচিত ঝলমলে পোশাকে পারফর্ম করেছেন নোরা শেষে তুলে ধরেছিলেন জাতীয় পতাকা। পর পর দুইবার পতাকা নামিয়ে আবার তুলে ধরেন তিনি কিন্তু উল্টা ভাবে থাকায় গেরুয়া রং প্রতিবারই নিচের দিকে থাকে।
সামাজিক মাধ্যম গুলোতে ভক্ত অনুরাগীরা নানা রকম মন্তব্য করছেন। এদের কেউ কেউ বলছেন, ‘লজ্জা হওয়া উচিত’। অন্যান্যরা বলেছেন,‘নোরা ফাতেহি, আমি আপনার বড় ভক্ত। কিন্তু এই দৃশ্য দেখার পর কষ্ট পেলাম। শেষমেষ পতাকা অবমাননা করলেন?’
এদের কেউ কেউ আবার একটু নরম হয়ে লিখলেন, ‘বোঝা যাচ্ছে ইচ্ছে করে করেননি নোরা, ওকে ক্ষমা করে দাও। জয় হিন্দ।’