অভিনেতা রুমির মৃত্যু, লাইভে কান্নায় ভেঙে পড়লেন মীর সাব্বির

অভিনেতা অলিউল হক রুমি আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। শোক জানাচ্ছেন তার সহকর্মীরা। এবার তাকে স্মরণ করে ফেসবুক লাইভে এসে কথা বলেতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরেক জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন রুমি এবং সাব্বির। তাই ক্যামেরার বাইরেও দুজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সে সব কথা স্মরণ করে মীর সাব্বির বলেন, রুমি ভাইয়ের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে।
আর এখন রুমি ভাইকে শেষ বারের জন্য দেখে আমাকে শুটিং এ যেতে হচ্ছে। এটাই করুন বাস্তবতা। আজ রুমি ভাই চলে গিয়েছে এভাবে আমরা সবাই চলে যাবো। রুমিকে শেষ দেখার প্রসঙ্গ টেনে মীর সাব্বির বলেন, আমি এখন যে নাটকের শুটিং করতে যাচ্ছি সেখানে রুমি ভাইয়েরও অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি চলে যাচ্ছেন বরগুনা, উনার মায়ের কবরে তাকে দাফন করা হবে। আমার নিজের বাড়িও বরগুনা কিন্তু আমি তার জানাজায় যেতে পারলাম না। আমার অনুরোধ থাকবে যারা বরগুনায় আছেন রুমি ভাইয়ের জানাজায় অংশ নিবেন। আজ সকালে খিলগাঁওয়ের শহীদবাগ জামে মসজিদে সকালে অলিউল হক রুমির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ এখন বরগুনায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আরেকটি জানাজা শেষে চির নিদ্রায় শায়িত হবেন এই অভিনেতা।