হাটহাজারীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ

 হাটহাজারী প্রতিনিধি: সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করছে হাটহাজারী উপজেলা খাদ্য অফিস।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার ১১মাইলস্থ খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় নির্বাহী কর্মকর্তা একজন পুরুষ প্রান্তিক কৃষক কাছ থেকে ২১৭কেজি বোর ধান ক্রয়ের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার কৃষকদের কাছ থেকে ১০৭ টন বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। প্রতি কৃষকের কাছ থেকে কেজি প্রতি ২৬টাকা দরে সর্বোচ্চ ৭৫ মণ করে বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ছাই থোয়াই ফ্রু মারমা জানান, উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ক্রয় করা হবে। তিনি কৃষকদের জ্ঞাতার্থে জানান, কি ধরনের ধান নেয়া হচ্ছে তা অনেকে অবগত নয় আবার সরকার কত টাকা নির্ধারণ করেছে তাও অনেক কৃষক কৃষাণি পুরোপুরি অবগত নয় তাই তাদের জন্য মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমরা ২৬টাকা দরে ধান ক্রয় করছি। ধানগুলো কমপক্ষে ৪/৫ দিনের শুকনো এবং চিটা(চোবা) মুক্ত হতে হবে। কৃষকরা অবশ্যই কার্ডধারী হতে হবে। আর যারা কার্ডধারী নয় তারা স্ব স্ব ইউনিয়নের কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে কার্ডধারী হয়ে যাবেন। কার্ডধারীর অবশ্যই ব্যাংক এ্যাকাউন্ট থাকতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির আহমদ বলেন ধান নেওয়ার আগে আমরা কার্ডধারী কিনা এবং কার্ডধারী হলে সরকার দেয়া মেশিন দিয়ে পরীক্ষা করে নিব। নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধান নিয়েও অনেক অসাধু লোক কৃষকদের মাঝে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। তাদের গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন কেজি প্রতি ২৬টাকা দরে সরকার ধান কিনছে। আপনারা খাদ্য পরিদর্শকের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়মাবলী জেনে নিয়ে ধান বিক্রি করবেন।