পদকের স্বপ্ন শেষ রোমান-দিয়ার

মাত্র দুই দেশ অংশ নেয়ায় মেয়েদের কম্পাউন্ড বিভাগে পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামীকাল সেই পদকের লড়াইয়ে নামবেন রুখসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান। এর আগে রিকার্ভের এককে পদকের সম্ভাবনা শেষ হয়ে গেলো রোমান সানা ও দিয়া সিদ্দিকীর। তুরস্কের কোনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে গতকাল আরচারির রিকার্ভে ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে হেরে যান রোমান সানা ও হাকিম আহমেদ। ওই কোয়ার্টার ফাইনালে মেয়েদের এককে পরাজিত হন দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে এবং হাকিম হেরেছেন তুরস্কের একে সামেতের কাছে। দু’জনেরই হারের ব্যবধান ছিল ৬-০ সেট পয়েন্ট। ৩-৭ সেট পয়েন্টে তুরস্কের আনাগজ ইয়াসমিন ইসেমের কাছে হেরেছেন দিয়া সিদ্দিকী।
এর আগে ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রোমান গতকাল প্রথমে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন আইভরিকোস্টের আইনি ফ্রাঙ্ককে। এরপর প্রি– কোয়ার্টার ফাইনালে রোমান হারান উজবেকিস্তানের সাদিকভ আমিরখনকে। এবারও জয়ের ব্যবধান ৬-৪ সেট পয়েন্ট।

কিন্তু কোয়ার্টার ফাইনালে নিজের ছন্দটা ধরে রাখতে পারেননি দেশসেরা এই আরচার। অন্যদিকে, ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা হাকিম প্রথমে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে দেন কুয়েতের তাহা আবদুল্লাহকে। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিম ৬-২ সেট পয়েন্টে হারান ইন্দোনেশিয়ার প্রাস্তিয়াদি আলভিয়ান্তো বাগাসকে। দ্বিতীয় রাউন্ডে ইয়েমেনের আশরাফি সাদেগকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন বাংলাদেশের আরেক আরচার সাগর ইসলাম। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হন টোকিও অলিম্পিকের সোনাজয়ী আরচার তুরস্কের মেতে গাজজের সঙ্গে। এই রাউন্ডে গাজজের কাছে সাগর হেরেছেন ১-৭ সেট পয়েন্টে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়াকে ৭-৩ সেট পয়েন্টে হারান তুরস্কের আনাগজ ইয়াসমিন ইসেম। এর আগে পরপর দুটি ম্যাচ জেতেন দিয়া। দ্বিতীয় রাউন্ডে দিয়া ৭-১ সেট পয়েন্টে মালয়েশিয়ার ফজি নূরকে ও প্রি- কোয়ার্টার ফাইনালে কিরগিজস্তানের মমতাকুলভা আইতুরগানকে হারিয়ে দেন। বাংলাদেশের আরেক আরচার রোকসানা আক্তার প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন ইন্দোনেশিয়ার অক্টাভিয়া রেজার কাছে হেরে। এই রাউন্ডে তিনি হেরেছেন ১-৭ সেট পয়েন্টে। তবে দ্বিতীয় রাউন্ডে রোকসানা ৬-৪ সেট পয়েন্টে জিতেছিলেন আজারবাইজানের জামানোভা নাজরিনের বিপক্ষে। এ ছাড়া দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বিউটি রায় ৪-৬ সেট পয়েন্টে হেরেছেন কিরগিজস্তানের কানাতবেক জিবেকের কাছে।