চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী জয়ী

কাপ্তাই প্রতিনিধি কাপ্তাই উপজেলাধীন ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী ওয়েশ্লিমং চৌধুরী। রবিবার রাত ৮ টা ৫০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। প্রদত্ত ফলাফলে ৯ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খ্যাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট। এরআগে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া বহু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে উজানছড়ি কেন্দ্র, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম হাই স্কুল এবং চিৎমরম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে মহিলা ভোটাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষনে আসা রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কোন প্রকার সহিংসতা ছাড়াই ভোট গ্রহন শেষ হয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইশতিয়াক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।