চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে দুর্ঘটনায় রাউজানের তরুণ সাজ্জাদের মৃত্যু

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত তরুন সাজ্জাদের মৃত্যু রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ি এলাকায় মালবাহি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার সংর্ঘষে রাঙ্গামাটি কলেজের শিক্ষার্থী রাশেদ এর মৃত্যু আহত চার জন।

(১৯ নভেম্বর) বুধবার বিকালে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় মোটর সাইকেল এর সাথে একটি সাইকেলের সাথে সংর্ঘষ হয়। সংঘর্ষে সাজ্জাদ ২৫ মারাত্বক ভাবে আহত হয়। মারাত্বক আহত অবস্থায় তরুন সাজ্জাদকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণ সাজ্জাদ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাজ্জাদ রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর হিংগলা এলাকার শেখ আহম্মদের পুত্র। অপরদিকে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ি এলাকায় একটি মাল বাহি ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। সংর্ঘষে সিএনজি অটোরিক্সার যাত্রী রাঙ্গামাটি কলেজের শিক্ষার্থী মোঃ রাশেদ সহ চারজন আহত হয়। আহতদের উদ্বার করে হাসাপতিালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থী মোঃ রাশেদ মৃত্যুর কোলে ডলে পড়েন। কলেজ শিক্ষার্থী মোঃ রাশেদ কক্সবাজার জেলার টেকনাফ এলাকার বাসিন্দা। রাঙ্গামাটিতে গতকাল হরতাল থাকায় ভোরে চট্টগ্রাম থেকে সিএনজি অটোরিক্সায় করে কলেজের পরিক্ষায় অংশ গ্রহন করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মারা যায় রাশেদ। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, একজন নিহতের ঘটনা সত্য। তিন-চারজন আহত হওয়ার খবর আসছে। আমাদের টিম সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।এদিকে স্থানীয় রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত যুবক রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।