মাবততার কল্যানে কাজ করছেন রাহেবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী

ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ ) মানবতার মুক্তির দূত হিসাবে এসেছিলৈন ধরনীতে । প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) ধরনীতে এসে অন্ধকার থেকে মানবজাতিকে আলোর পথের সন্দ্বান দিয়েছেন । মানব জাতির কল্যানে কাজ করেছেন । তারই ধারাবাহিকতায় প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বংশধর মাইজভান্ডারী ত্বরিকার প্রর্বতক গাউছল আজম সৈয়দ আহাম্মদ উল্ল্রাহ মাইজভান্ডারীর রক্তের আদর্শের উত্তরধিকারী গাউসিয়া হক মঞ্জিলের সাজাদ্দানশীল রাহেবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী মানবততার কল্যানে কাজ করছেন । বিশ^ অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আওতায় করোনার প্রাদুভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্টিকে আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের ছেলে মেয়েকে শিক্ষা উপকরন ও অিির্থক সহায়তা প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র কৃষকদের মধ্যে পাওযার টিলার প্রদান, দরিদ্র পরিবারের কন্যাদের বিয়েতে আর্তিক সহায়তা, দরিদ্র পরিবারের ছেলে সন্তানদের প্রবাসে গমনে সহায়তা, দরিদ্র পরিবারের যে সব সদস্য জঠিল রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা তাদের চিকিৎসার জন্য আথির্ক সহায়তা ও দরিদ্র পরিবারের মেয়েদের সেলাই প্রশিক্ষন দিয়ে তাদের সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করে তোলা, হাস, মুরগী, গাভী পালন করার জন্য আর্থিক সহায়তা প্রদান ও ৩৫টি বেশী শিক্ষা প্রতিষ্টান পরিচালনা করছেন রাহবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী । গত ২৫ অক্টোবর সোমবার বাদে ্এশা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী উদযাপন ও বিশ^ অলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর চনদ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা একথা বলেন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা মোহাম্মদ কালু সওদাগর ও প্রবাসী ফরহাদের ব্যবস্থাপনায় কালু সওদাগরের বাসভবনের সামনে মাঠে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার সহ সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আল্লামা মহিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্টিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে তকরির করেন মাইজভান্ডারী একাডেমি সদস্য চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী শাহি জামে মসজিদের খতিব আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী । মাহফিলে আরো আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সদস্য শাহাদাৎ হোসেন সাজ্জাদ, মোহাম্মদ ফোরকান চৌধুরী, মোঃ কালু সওদাগর, প্রবাসী ফরহাদ প্রমুখ । মাহফিল শেষে তবরুক বিতরন করা হয় ।