খেজুর মেলা

কাতারের সুক ওয়াকিফে খেজুর মেলা আজ শেষ হলো। এই মেলায় ২১ অক্টোবর পর্যন্ত ৩৯ টনের বেশি খেজুর বি’ক্রি হয়েছে। এটি কাতারের তৃতীয় স্থানীয় খেজুর মেলা। কাতারের জাতীয় পণ্য খেজুরের প্রচারণার ল’ক্ষ্যে গত ১৪ অক্টোবরে মেলাটি শুরু হয়েছিলো।

 

আহমেদ এ ইয়াফি বলেন, মেলাটিতে বিভিন্ন জাতের প্রায় ৫০ টন কাতারের স্থানীয় খেজুর তোলা হয়েছিলো। গত ২১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ টনেরও বেশি খেজুর বিক্রি হয়েছে।

 

তিনি আরও বলেন, মেলাতে প্রচুর পরিমাণে খেজুর বি’ক্রির মাধ্যমে কাতারের স্থানীয় খেজুরের উপর মানুষের আগ্রহ ও গু’রুত্ব প্রকাশ পায়। প্রচুর পরিমাণে খেজুর বিক্রির আরেকটি কারণ হলো খেজুরের কম দাম। বিভিন্ন প্রকারভেদে প্রতি কেজি খেজুর ৮ রিয়াল থেকে ১৫ রিয়ালের মধ্যে ছিলো।