প্রথম ধাপেই ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার টিকা দিচ্ছে গ্যাভি

কোভেক্স সুবিধায় চলতি বছরের প্রথমার্ধ্বে গ্যাভি থেকে ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। গতরাতে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গত জুলাই মাসে বাংলাদেশকে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। এতে বলা হয় দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষের জন্য টিকার ব্যবস্থা করবে তারা। এরই অংশ হিসেবে প্রথম ধাপেই গ্যাভি দিচ্ছে ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার টিকা। করোনার টিকা সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র মানবজমিনকে জানিয়েছে, এরই মধ্যে বাংলাদেশের কাগজপত্র চেয়েছে গ্যাভি। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। এমনকি টিকার বিনিময়ে কোনো অর্থ নেবে কিনা তাও নিশ্চিত করেনি।