গ্লাভস কীভাবে ব্যবহার করবেন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার মত নিয়ম সকলেই মেনে চলছেন। কেউ কেউ গ্লাভস ব্যবহার করছেন। বাড়ির ভেতরের কাজ গ্লাভস পরে না করলেও, ওষুধের দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করছে অনেকেই।

চিকিৎসকদের মতে, গ্লাভস পরলে হাতে জীবাণু লাগার সম্ভাবনা থাকে না ঠিকই, তবে জীবাণুগুলো গ্লাভসের ওপরের অংশে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে। ফলে, গ্লাভস পরে থাকাকালীন আপনি যে সমস্ত পদার্থ বা সামগ্রীতে হাত দিচ্ছেন তাতেও ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই গ্লাভস ব্যবহার করার সময় তা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে খুলে পরিষ্কার করবেন সেই বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি।

গ্লাভস পরবেন যেভাবে

– গ্লাভস পরার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন অথবা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার হাতে মেখে নেবেন।

– এরপর কব্জির দিকে যে অংশটি থাকে, সেই অংশটি ধরে হাতের মধ্যে গ্লাভসটি ঢোকানো।

– গ্লাভস পরার পর মুখে, চোখে বা শরীরের অন্যান্য অংশে আর হাত দেবেন না।

গ্লাভস খুলবেন যেভাবে

– দুটো হাতে গ্লাভস পরা থাকলে, যেকোনও একটি হাত থেকে খোলার সময় সামনে আঙ্গুলের দিক থেকে টেনে খুলতে হবে।

– যে হাত থেকে গ্লাভসটি খুলে নিয়েছেন এবার সেই হাতের দুটি আঙুল এর সাহায্যে অপর হাতে থাকা গ্লাভসটি কব্জির দিক থেকে টেনে খুলে নিন।

– দুই হাতে গ্লাভস পরে থাকাকালীন কখনোই কব্জির দিকের অংশ থেকে গ্লাভস টেনে খুলবেন না। এতে ভাইরাস গোটা শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

– খুলে নেওয়ার পর আপনি তা সঠিক জায়গায় ফেলে দিন।

গ্লাভস পরিষ্কার করবেন যেভাবে

– পুনরায় ধুয়ে পরতে চাইলে সাবান পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং পরে তা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

– গ্লাভস খুলে নেওয়ার পর এবং পরিষ্কার করার পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

জীবাণুমুক্ত থাকতে শুধুমাত্র গ্লাভস পরলেই চলবে না। গ্লাভস খোলার পর অবশ্যই আপনাকে হাত ধুতে হবে বা স্যানিটাইজার হাতে লাগাতে হবে, তবেই আপনি জীবাণু মুক্ত থাকতে পারবেন।

সূত্র : বোল্ডস্কাই