বিবিধ কার্যক্রম পরিদর্শনে রাউজানের উপজেলা নির্বাহী অফিসার

রাউজান উপজেলা নির্বাহিী অফিসার জোনায়েদ কবির সোহাগ গতকাল ৪ জুলাই শনিবার দুপুরে রাউজানের হলদিয়্ াইউনিয়নের গর্জনিয়া ফাজিল মাদ্রাসা, এয়াসিন শাহ কলেজ, এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ।

তিনটি শিক্ষা প্রতিষ্টানে প্রদত্ত শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের জন্য বেঞ্চ গুলো দেখেন । পরে করোনার কারনে হৃত দরিদ্র বেকার পরিবারের সদস্যদের প্রদত্ত প্রধ:ান মন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন । রাউজান উপজেলা নিবাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৬ হাজার জনকে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা কর্মসুচিতে তালিকা প্রেরন করা হয় । তালিকার মধ্যে অর্ধেকের বেশী হৃত দরিদ্র পরিবারের সদস্যরা মোবাইল ব্যকিংকের মাধ্যমে প্রতিজন ২ হাজার ৫শত টাকা করে পায় । তালিকার মধ্যে ২ হাজার ৪শত ৪৩ জন তাদের দেওয়া মোবাইল নম্বরের সিমকার্ড আর একজনের নামে রেজিষ্টেশন থাকা ও আইডি কার্ড ভুল দেওয়ায় তারা টাকা পায়নি । তালিকার মধ্যে থাকা যে সব ব্যক্তি টাকা পায়নি তাদের তালিকা তদন্ত ও যাছাই বাছাই করে তাালকার ভুল সংশোধন করে পুনরায় সংশোধিত তালিকা প্রেরণ করা হচ্ছে । শিক্ষা প্রতিষ্টান ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পিরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী, রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ।