করোনা উপর্সগে মৃত্যুর গুজবে অসহায় সাংবাদিক পরিবার

কাপ্তাই প্রতিনিধি::
গত ১২ জুন করোনা উপসর্গ ছাড়াই স্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করেন কাপ্তাই বিএফআইডিসির সাবেক সিবিএ সভাপতি মোঃ শাহ আলম। তিনি কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনের বড় ভাই। কিন্তু কাপ্তাই এলাকার কে বা কারা গুজব রটিয়ে দেয় যে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সেই গুজবটি ছড়িয়ে পড়ে পুরো কাপ্তাইয়ে। যথারীতি কাপ্তাই স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ওই দিন করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠায়। গত বুধবার (১৭ জুন) উক্ত রিপোর্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ।
এবিষয়ে কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন জানান, তার বড় ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হলেও এলাকার অনেকে এই মুত্যুকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বলে প্রচারনা করেছে। ফলে তিনি এবং তার পরিবার হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হয়। রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবার অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। প্রতিটি মূহুর্ত অসহায় ভাবে গোটা পরিবার কাটাতে হয়েছে তাদের । সমাজের ভয়ে পরিবারটি ঘর থেকে বের হতে পারিনি। এই দিনগুলো কিভাবে কেটেছে কাউকে বোঝাতে পারবো না। তবে তিনি কৃতজ্ঞতা জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের প্রতি। তিনি কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের মাধ্যমে তার পরিবারের নিকট খাবার পাঠিয়েছেন। সে সাথে তিনি অনুরোধ জানান, না জেনে, না বুঝে রিপোর্ট ছাড়া কোন মৃত্যুকে করোনা উপর্সগের মৃত্যু যেন বলা না হয়।