প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে যুবলীগ এর সদস্য রেজাউল করিম বাপ্পি’র উদ্যোগে দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম বাপ্পি’র উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জম্মদিন উপলক্ষে, দোয়া মাহফিল, মোনাজাত ও কেক কাটার আয়োজন করা হয়।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে দোয়া ও মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদ ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, স্ত্রী আরজু মনির রুহের মাগফেরাত কামনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহেদুর রহমান সোহেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য রেজাউল করিম বাপ্পি, বোয়ালখালী থানা আওয়ামীলীগ এর কৃষি সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন ছোটন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন নাবিল, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিস আহমেদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শোভন দাস, আইন কলেজ ছাত্র-সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল বারি চৌধুরী বাপ্পি, ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সহ-সভাপতি মুহাম্মদ শাখাওয়াত হোসেন ঝুমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক বকিউর রহমান সোহেল,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মসকুর আলম,প্রবাসী আওয়ামীলীগ নেতা তানবির চৌধুরী, সিভাসু ছাত্রলীগ কর্মী জয়ন্ত বিশ্বাস,সীতাকুণ্ড উপজেলা যুবলীগ কর্মী ইসমাইল শরীফ সহ আরো অনেকে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহেদুর রহমান সোহেল বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। বাংলাদেশের আস্থার প্রতীক। আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম বাপ্পি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের নেত্রী বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ, সমুদ্র জয়, রোহিঙ্গাদের আশ্রয় অভূতপূর্ব সাফল্য, এবং দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বের কাছে প্রশংসীত হয়েছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার, যুদ্ধাপরাধীর বিচার জাতিকে কলংক মুক্ত করেছেন।