চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশের পাশাপাশি একজন নৈতিকতা ও মানবিকতা সম্পন্ন মানুষ হবার তাগিদ দেন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরাও সমাজের মূলধারায় সব শ্রেণি পেশায় মর্যদার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের দৃঢ় মনোবল রেখে পড়ালেখা চালিয়ে যেতে আহবান জানান তিনি। ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে দারুল মুস্তফা মডেল মাদ্রাসার হল রুমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ আসাদুল হক। সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মোরশেদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ মহিউদ্দিন জিলানী, বিশিষ্ট সংগঠক মাওলানা মুহাম্মদ সালামত আলী, ফতেপুর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল করিম। শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মোতালেব রাজু, শাওন মনির, এইচ এম জমির, মনসুর ইসলাম, হাফেজ আবু তাহের, পারভেজ, উম্মে মায়মুনা লাভলী, সাদিয়া, রুমা প্রমুখ।











