এনসিটিভির সদস্য রাখাল সাহাকে দ্রুত গ্রেফতার দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

আল্লাহ, রাসূল ও তাহাজ্জুদ নামাজ নিয়ে কটূক্তিকারী এনসিটিভির সদস্য রাখাল সাহার (সাজ্জাদুর রহমান)কে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার পৌর শাখার এই কর্মসূচিতে কক্সবাজার জেলার সদস্য সচিব মাওলানা ইয়াসিন হাবিব ও পৌর শাখার আহ্বায়ক মাওলানা সায়েম চৌধুরীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মুফতি ইউসুফ মক্কী সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা শহীদুল হক, মাওলানা শাহজাহান, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

রাসূল (স.) এর শানে কোন ধরনের বেয়াদবী বরদাস্ত করা হবে না, এই মর্মে সকলে বক্তব্য উপস্থাপন করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, রসূলের শানে কেউ বেয়াদবি করলে তার মৃত্যুদণ্ড আইন ও তা কার্যকর করা হোক।

এনসিটিভির সদস্য পদ থেকে রাখাল সাহার পদত্যাগ চান বিক্ষুব্ধ জনতা।

তাদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টদের তখন আমলে নিয়োগ পাওয়া ক্যাডারদের অতি শীঘ্রই তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হোক এটাই ছিল আজকের মূল বক্তব্য হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার পৌর শাখার।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মনির হোসেন।