অদ্য বেলা ১১টায় হাটহাজারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম মঞ্জু সভাপতিত্বে সমর রায় নাথের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি হাটহাজারী আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু।স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ অমর নাথ চৌধুরী,অন্জন চৌধুরী, দূর্গাপদ নাথ, বিজন বিহারী নাথ,বিবেকানন্দ রায়,অনুপ ঘোষ টিটু,সুমন চৌধুরী,লায়ন রিমন মুহুরী, বিকাশ ধর, লক্ষী রাণী চৌধুরী,জলি পারিয়াল,সাকী দেব,রুজী দাশ,স্বাথী শীল,লিটন শীল,সৈয়দ মুহাম্মদ সিরাজ, জগন্নাথ চন্দ্র দাশ, সৈয়দ ইমাম হাসান,মিলকু নাথ, সুদীপ্ত চৌধুরী, তামান্না সুলতানা,লিজা চৌধুরী,জয়শ্রী কুন্ড, বাবুল চক্রবর্তী প্রমূখ। আলোচনা সভা শেষে এস এস সি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বাড়ি প্রেস রিলিজ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা











