ডবলমু‌রিং থানা শ্রমিক দ‌লের ক‌মি‌টি গঠন

জাতীয়তাবাদী শ্রমিকদল ডবলমুরিং থানার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) মোহাম্মদ হান্নানকে সভাপ‌তি ও তা‌রেক খান রা‌সেল‌কে সাধারণ সম্পাদক ক‌রে জা‌তীয়তাবাদী শ্রমিক দল ডবলমু‌রি‌ং থানা শাখার ৫১ সদস‌্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মো. ম‌নির হো‌সেনকে সি‌. সহ সভাপ‌তি, হযরত আলী সি‌. যুগ্ম সম্পাদক, মো. সাহাবউ‌দ্দিন, আ‌রিফুল ইসলাম, মোহাম্মদ র‌নি ও রহুল আ‌মিনকে সাংগঠ‌নিক সম্পাদক করা হয়। বিভাগীয় শ্রমিকদলের সভায় ডবলমুরিং থানা কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দ‌লের সভাপ‌তি এ এম না‌জিম উ‌দ্দিন ও সাধারন সম্পাদক শেখ নূর উল্লাহ বাহার উক্ত কমিটির অনুমোদন দেন।