বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, পৃথিবীর মানুষ শান্তি চাই সাম্প্রদায়িক সংঘাত চায় না। যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্তিপ্রিয় জনগণকে বিপথগামী করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্বনবীর শানে বেয়াদবী পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে না।
ভারতের বিজেপির মুখপাত্র ‘নুপুর শর্মা’ এবং মিডিয়া সেলের প্রধান ‘নবীন জিন্দাল’ বিশ্বনবী হযরত মুহাম্মদ (ﷺ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ৮ জুন বুধবার
ঢাকা প্রেসক্লাব প্রাঙণে প্রতিবাদ সভায়
প্রধান অতিথির বক্তব্যে লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল আরো বলেন,ভারতের বিজেপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে প্রতিবাদ জানাচ্ছি..
যদি সম্ভব হত দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানালাম। কোন দেশ ও ব্যক্তি আমাদের শত্রু নয় আমরা শান্তি চাই
যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি স্থায়ী কমিটির সদস্য
হাফেজ ক্বারী মোহাম্মদ আমান উল্লাহ দৌলত এর সভাপতিত্বে প্রেসক্লাব প্রাঙ্গণে সভায় বক্তব্য রাখেন, কবি অমল দে, ডাক্তার আবুল হোসেন, অধ্যাপক খোরশেদ আলম, আইটি ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী।
সভাপতির বক্তব্যে হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত বলেছেন, বিবেকের তাগিদে আমরা প্রতিবাদ সভায় একত্রিত হয়েছি, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ভারতকে সবার আগে এগিয়ে আসতে হবে।
ফটো ক্যাপশন, বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।











