চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণের শক্তিই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে যারাই জনগণের বিরুদ্ধে গিয়েছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের ভোটে। কারা ক্ষমতায় আসবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে- সে সিদ্ধান্ত নিবে এদেশের জনগণ। পতিত আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যাবস্থা কায়েম করেছিল। মানুষের ভোটের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। রাষ্ট্রীয় সকল গণতান্ত্রিক কাঠামোগুলোকে তারা ধ্বংস করেছে। অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তারা জনগণের উপর ষ্টিম রোলার চালিয়েছিল। জনমতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করার পরিণতি তারা আজ ভোগ করছে। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ফেলে জনরোষে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ দেউলিয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ও আলকরণ ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়। এটি জনগণের মুক্তির সনদ এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। জনগণের ভোটে বিজয়ী হলে আমরা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়ন করে মানুষের মুক্তি নিশ্চিত করবো। ৩১দফার সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবে। তারেক রহমান গত এক যুগ ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জনগণের অধিকার রক্ষার জন্য অবিরাম সংগ্রাম করছেন। বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আবারোও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সদস্য কাউন্সিলর ইসমাঈল বালি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপি নেতা হামিদ হোসেন, হেলাল চৌধুরী, নুর মোহাম্মদ, বক্সিরহাট ওয়ার্ড বিএনরি সাবেক সভাপতি নুরুল আকতার, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মহিউদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহম্মেদ, হাজী নুরুল হক। ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহেদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন জাহাঙ্গীর রেজা, রবিউল ইসলাম, মো. ওয়াসিম, মো. ফয়েজ, মো. হারুন, ইমরান সিদ্দিকী জ্যাকসন, কুতুবউদ্দিন মুন্না, আরিফুর রহমান, জাহেদ হোসেন, মো. কবির, কায়সার শাওন, আরাফাত, মো. জসিম, মো. জিহান, শফি সও., মো. আলম, মো. জামাল, আবদুল্লাহ, আব্দুল গফুর, আব্দুল গাফফার ডালিম, খোকন প্রমুখ।











