টাইগারদের বিশ্বকাপ জার্সিতে আবার পরিবর্তন

বিশ্বকাপের জন্য উন্মোচিত জার্সিতে লাল-সবুজের লাল রং ছিল না। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ঝড়। ওই জার্সি তাই পরিবর্তন হবে বলে জানান বিসিবি সভাপতি। আইসিসিও অনুমোদন দেয়। পরে পরিবর্তিত জার্সিরও ছবি প্রকাশ করা হয়। এবার তাতেও আনা হয়েছে এক পরিবর্তন।

প্রথমে বিশ্বকাপের জার্সি বদল করে লালের ওপর বাংলাদেশ লেখা হয়। এছাড়া হাতায় দেওয়া হয় লাল রং। কিন্তু সেই নকশা বদলে লাল রাখা হয়েছে শুধু বুকের ওপর। তার ওপর লেখা বাংলাদেশ।

ছবি: বিসিবি

জার্সিতে দ্বিতীয়বার পরিবর্তনের বিষয়টি বিসিবি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে আনা হচ্ছে এক পরিবর্তন।

এছাড়া বাংলাদেশের লাল জার্সিতেও আনা হয়েছে পরিবর্তন। সবুজ জার্সির সঙ্গে মিল রেখে লাল জার্সিতে সবুজের ওপর বাংলাদেশ লেখা হয়েছে। হাতেও দেওয়া হয়েছে সবুজ। লাল জার্সির সবুজের ওপর বিজ্ঞাপনের লোগো রাখা হয়েছে। আর সবুজ জার্সির হাতার সবুজের ওপর রাখা হয়েছে বিজ্ঞাপনের লোগো।