ইপিজেড চত্বরে বর্ণাঢ্য র‌্যালি

শ্রমিক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ইপিজেড চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সম্পন্ন।

শ্রমিক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ১লা মে ২০১৯ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পূর্বনির্ধারিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্য্যালী , দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন । বক্তারা বলেন শ্রমিকের ন্যায্য অধিকার পূরণ করত শ্রমিকের জীবন মান যুগোপযুগী সমৃদ্ধ করতে না পারলে এই কখনোই সমৃদ্ধির পথে এগোতে পারবে না। সকালে ১০.০০ টায় গামেন্টর্স শ্রমিক নেতা মোঃ নুরুল ইসলাম সবুজ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্য্যালী সিইপিজেড চত্বর থেকে শুরু হয়ে পতেঙ্গাস্থ কর্ণফুলী ইপিজেড ঘুরে বে-শপিং সেন্টারে এসে শেষ হয়। পথসভায় ইপিজেড গামেন্টর্স শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জসিম , মোঃ ইকবাল, মোঃ কামাল, মোঃ মাকসুদ , মোঃ হারুন, মোঃ মামুন, মোঃ জাবেদ, মোঃ আনিছুর রহমান, মোঃ আজম , মোঃ ফেরদৌস প্রমুখঃ।