মেধাবী তরুণ চিকিৎসকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে

ইন্টার্ণ শিপসমাপ্ত কারী গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে চবি উপাচার্য

ইন্টার্ণ ডক্টরসএসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেলকলেজ এন্ড হাসপাতালের ৫৫ তমএমবিবিএসএবং ২৪ তমবিডিএস-এরইন্টার্ণশিপ কোর্সেরসমাপনী ও সনদ বিতরণঅনুষ্ঠান ৩০ এপ্রিল ২০১৯ সকাল ১০ টায়চট্টগ্রাম মেডিকেলকলেজশাহআলমবীরউত্তমমিলনায়তনেঅনুষ্ঠিতহয়। অনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রামবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। এতে বিশেষঅতিথির বক্তব্য রাখেনচট্টগ্রাম মেডিকেলকলেজেরঅধ্যক্ষডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেলকলেজের উপ-পরিচালকডা. আকতার হোসাইন, উপাধ্যক্ষপ্রফেসরডা. প্রদীপকুমার দত্ত, ইন্টার্ণ ডক্টরসএসোসিয়েশনেরযুগ্নআহবায়কডা. নাহিদ হাসান,ডা. সাব্বিরআহমদএবংঅনুষ্ঠানউদযাপনকমিটিরআহবায়কডা. মো. এম এইচ সজিবতালুকদার।
মাননীয়উপাচার্য তাঁরভাষণেইন্টার্ণশীপসমাপনকারীতরুণগ্র্যাজুয়েটদেরশুভেচ্ছা ও আন্তরিকঅভিনন্দন জানান। তিনি বলেন, চিকিৎসাএকটিমহৎ পেশা। দেশেরঅত্যন্ত মেধাবীশিক্ষার্থীরাই এ পেশায়নিজেদের আত্মনিয়োগকরে থাকেন। তিনিবলেন, আমাদের তরুণ মেধাবীচিকিৎসকগণতাদের দীর্ঘসময়পড়ালেখাএবংইন্টার্ণশীপসমাপ্তকরেআজবাস্তবজীবনেপদার্পণকরতেযাচ্ছে; এটাতাদেরজন্যঅত্যন্তআনন্দের ও গৌরবের।মাননীয়উপাচার্য বলেন, দেশের কৃষক-শ্রমিকতথাসাধারণমানুষেরট্যাক্সের টাকায় এ সকলসরকারীপ্রতিষ্ঠানপরিচালিতহয়ে থাকে। কৃষক-শ্রমিকের এ অর্থ যেনবৃথানাযায়; সে জন্য আমাদের চিকিৎসকবৃন্দকে সর্বোচ্চআন্তরিকতার সাথে চিকিৎসা সেবানিশ্চিতকরতেহবে।মাননীয়উপাচার্য চট্টগ্রামবিশ^বিদ্যালয়েরউপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণের পর বিশ^বিদ্যালয়েরঅধীনেসকল মেডিকেলকলেজেরব্যবস্থাপনা, পরিচালনাএবংশিক্ষার গুণগত মানউন্নয়নেকার্যকরীবিভিন্ন পদক্ষেপেরমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতানিশ্চিতকরেছেন; যাএখন দৃশ্যমান।প্রসঙ্গক্রমে মাননীয়উপাচার্য বলেন, জাতিরজনকবঙ্গবন্ধু তনয়াআধুনিকবাংলাদেশেররূপকারমাননীয়প্রধানমন্ত্রী দেশরতœ শেখহাসিনা দেশেরচিকিৎসা সেবা তৃণমূলপর্যায়ে পৌঁছেদিতেবিভিন্ন কর্ম পরিকল্পনাগ্রহণকরেছেন; যাইতোমধ্যে বিশ^ পরিমন্ডলেপ্রশংসাঅর্জনকরেছে। মাননীয়প্রধানমন্ত্রীর এ সকল উদ্যোগেরসফলবাস্তবায়নেআমাদেরচিকিৎসকসমাজের দায়িত্ব ব্যাপক।মাননীয়উপাচার্যতরুণচিকিৎসকদেরকে এ গুরু দািয়ত্ব মাথায় রেখেএবংসামাজিক দায়বদ্ধতারনিরিখেসকলপ্রকারলোভ-লালসারউর্ধে ওঠেজাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়েআর্ত-মানবতার সেবায়নিজেদের নিয়োজিত রেখেঅন্ধকারের অপশক্তিকে পদদলিতকরেআলোর প্রজ্জ্বলন ঘটিয়েদেশ-জাতিরবৃহত্তরকল্যাণেভূমিকারাখারউদাত্তআহবানজানান।মাননীয়উপাচার্য ইন্টার্ণশিপসমাপ্তকারীচিকিৎসকদেরমাঝেসনদ বিতরণকরেন।
ইন্টার্ণ ডক্টরসএসোসিয়েশনেরআহবায়কডা. মাকতুমতালুকদারসজীব-এরসভাপতিত্বে এবংসংগঠনেরসদস্য-সচিবডা. সোয়াইব হোসাইনেরপরিচালনায়অনুষ্ঠানেইন্টার্ণশিপসমাপ্তকারীচিকিৎসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবংসুধীবৃন্দ উপস্থিত ছিলেন।