ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ির পূর্ব মাইজভাণ্ডার মনছপ আলীর বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে সাইফুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

সাইফুল ওই এলাকার সরোয়ার হোসেনের ছেলে। সে গোপালঘাটা আদর্শ বাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ বাবুল আকতার বলেন, এ ঘটনায় থানা কেউ অভিযোগ করেনি।