‘পুতিন যুদ্ধাপরাধী’, বাইডেনের মন্তব্যের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় কদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তার ব্যাখ্যা চাইতে রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে ডেকে পাঠিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে এমন সময় তলব করা হয়েছে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক ইতিহাসের সবথেকে খারাপ অবস্থা পার করছে।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে সাংবাদিকদের কাছে পুতিনকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন বাইডেন। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকার প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা তার মতো উচ্চ পদের মানুষের জন্য ‘অযোগ্যতা’। তার বক্তব্যে রাশিয়া ও আমেরিকার মধ্যেকার সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বাইডেনের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে রাশিয়া, যা রাষ্ট্রদূত সুলিভানের কাছে দেয়া হয়েছে। তাকে সাবধান করে দিয়ে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তার দেশ যে শত্রুপরায়ন পদক্ষেপ গ্রহণ করেছে তার কঠিন ও চূড়ান্ত জবাব দেয়া হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে রুশ সরকারের সঙ্গে সুলিভানের বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে।

এতে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক আইন মেনে বন্দী মার্কিন নাগরিকদের দূতাবাসের সেবা প্রদানের সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, রাশিয়া যেভাবে বন্দী মার্কিনিদের জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য।