কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৭-১১- ২৫) ভোরে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমসীখালি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মাঝেরপাড়া (০৫ নং ওয়ার্ড) নামক এলাকায় একটি বাড়ির গোয়ালঘর গোয়ালঘর থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান) এবং ৩ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে সদা সচেষ্ট থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয় ।