মাদক, মানব পাচার নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা

টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে মতববিনিময় কালে ২বিজিবি’র নবাগত অধিনায়ক

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
সীমান্ত জনপদে চোরাচালান ও মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। নাফনদীর সীমান্ত ও উপকূল এলাকায় বিজিবির টহল তৎপরতার কারণে বিজিবি ইয়াবা আটকে অনেকাংশ সফলতা অর্জন করেছে। যেসব পয়েন্ট দিয়ে ইয়াবা পাচার হয় ওইসব এলাকায়ও বিজিবি’র নজরদারী বাড়ানো হয়েছে। মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণে তথ্যবহুল সংবাদ প্রকাশসহ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খাঁন। টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে মতববিনিময় কালে ২ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খাঁন উপরোক্ত কথাগুলো বলেন। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ন হল রুমে টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে মতববিনিময় সভার আয়োজন করেছেন ২ বিজিবি’র অধিনায়ক।মতবিনিময় সভায় উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ তাহের নাঈম, সদস্য জসিম উদ্দিন টিপু, সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরম’র সাবেক সভাপতি আমান উল্লাহ কবির, ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, পৌর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুচ্ছালাম, নুর হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া টেকনাফ প্রেস ক্লাব, সাংবাদিক ফোরাম, ক্রাইম রিপোটার্স সোসাইটি, সাংবাদিক ইউনিটি ও পৌর প্রেস ক্লাব এর সিনিয়র নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।