লোহাগাড়ার আধুনগর খান হাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন।
শুক্রবার (২৬ এপ্রিল) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি লেপ তোশকের দোকান ও একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া ও ফায়ার স্টেশনের ৩টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।