উপকরণ : পাকা আম ৪টি, ঠা-া পানি।
পেঁপের শরবত
উপকরণ : মাঝারি সাইজের পেঁপে ১টি, ঠা-াপানি আধা লিটার, চিনি ও বরফকুচি প্রয়োজন মত।
প্রণালী : সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিন।
মিক্স ফ্রন্ট জুস
উপকরণ : আপেল ২টা, নাসপাতি ১টা, কমলা ১টা, আম ২টা, চিনি, পানি পরিমাণ মত।
প্রণালী : সব ফল কিউব কাট করে কেটে পানিসহ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। একটা চমৎকার স্মেল আসবে। পরিবেশনের সময় বরফকুচি ছড়িয়ে দিন।