প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলার হ্নীলা পূর্বসিকদার পাড়ার নির্বাসী, মরহুম মাওঃ আ,ফ,ম খাইরুল বশর সাহেব এর স্বহধর্মিনী, দৈনিক জনকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি মাষ্টার মুহাম্মদ ছলাহ উদ্দিন এর মায়ের ইন্তেকালে গভীর শোক সমবেদনা প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন সিনিয়ির সাংবাদিক ও টেকনাফ সাংবাদিক ফোরাম’র নেতৃবৃন্দ।
টেকনাফ প্রেস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ছৈয়দ হোছাইন, টেকনাফ প্রেস কাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেস কাবের উপদেষ্ঠা, মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস কাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ তাহের নাঈম, টেকনাফ প্রেস কাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, টেকনাফ প্রেস কাবের সাবেক দপ্তর সম্পাদক কায়ছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রেস কাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ, টেকনাফ প্রেস কাবের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া, টেকনাফ প্রেস কাবের সাবেক সদস্য জসিম উদ্দীন টিপু,
আরটিভি’র টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।
টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাবেক সভাপতি, আমান উল্লাহ কবির, সাবেক সাধারন সম্পাদক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আহবায়ক মুহাম্মদ জুবাইর, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব মিজানুর রহমান মিজান , মোঃ রফিক, রিয়াজুল হাছান খোকন, সাদ্দাম হোসেন, আবছার কবির আকাশ, মোজাম্মেল হক বাহার, মোঃ রাশেদ, ফরিদুল আলম, আনোয়ার হোসেন, মোঃ শফি প্রমুখ ।