মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার তেরতম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সহযোগিতায় কাল ৩০ নভেম্বর, মঙ্গলবার, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে দিনব্যাপী আলোচনা সভা এবং আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। বিকেল ৩টায় ‘উপমহাদেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস দমন : সরকার ও নাগরিক সমাজের করণীয়’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার মি. অনিন্দ্য বানার্জী। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সদস্য এবং সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জাফতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা জিয়া উদ্দিন জিয়া। আলোচনা সভার শুরুতে লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবিরের ‘জিহাদ ত্রয়ী’ প্রামাণ্যচিত্রের সংক্ষিপ্ত ভাষ্য প্রদর্শিত হবে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ের তাজ হোটেল এবং সংশ্লিষ্ট এলাকায় পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গীদের এক নজিরবিহীন হামলায় ভারতীয়সহ ২২টি দেশের কয়েক’শ নাগরিক হতাহত হয়েছিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল ও কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষের ও সংগঠন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গতঃ একই আয়োজন গত ২৬ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রদূত মি. বিক্রম দোরাইস্বামী।










