বরেণ্য শিক্ষাবিদ ও জ্ঞানতাপস মৌলভী হাফিজুর রহমান বিএবিটি স্মারকগ্রন্থ প্রকাশনা উদযাপন কমিটির উদ্যোগে তাঁরই কর্ম ও কীর্তির আলোকে সম্পাদিত ‘দিব্যলোকের মহাযাত্রী’র প্রকাশনা উৎসব আগামী ৩০ অক্টোবর, শনিবার, বিকেল ৩টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেনের সভাপতিত্বে এবং প্রকাশনা উদযাপন কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সূচনা বক্তব্য ও সঞ্চালনায় উৎসবে সম্মানিত আলোচক থাকবেন দি পূর্বকোণ লিমিটেড’র চেয়ারম্যান রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারা আলম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ। সম্মানিত অতিথি থাকবেন রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জাসিম উদ্দীন হিরু। শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রকাশনা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক খোরশেদুল আলম শামীম, প্রধান সমন্বয়কারী লেখক-সংগঠক মঈনুদ্দীন কাদের লাভলু, সমন্বয়কারী সাংবাদিক সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন গ্রন্থের সম্পাদক মোহাম্মদ হুমায়ূন করিম চৌধুরী। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন মরহুমের সন্তান, লেখক-প্রাবন্ধিক আলহাজ্ব মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল।











