ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্সনাল। এদিন মাইকেল কিনের অসুস্থতায় ম্যাচের আগ মুহূর্তে দলে জায়গা পান ইংলিশ সেন্টার ব্যাক ফিল জাগেইলকা। আর তার একমাত্র গোলেই জয় পায় এভারটন। নিজ মাঠ গোডিসন পার্কে ম্যাচে ১০তম মিনিটেই এগিয়ে যায় এভারটন। লম্বা পাসে আর্সেনালের বক্সের ভিতরে বল পেয়ে জলে বল জড়ান জাগেইলকা। পরে ফরাসি ডিফেন্ডার লুকাস দিগনে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও ব্যার্থ হন। পরে আরো কয়েটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৬০তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন বারনার্ড।
এভারটন ফরোয়ার্ড বারনার্ড গোলমুখে শট নেয়ার আগে হোঁচট খান। এ ম্যাচে হেরে তালিকার সেরা চারে টিকে থাকার লড়াই বড় ধাক্কা হয়ে এলো আর্সেনালের জন্য। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার (৬৪)। আর আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে চেলসি।