৭ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

৭ম জিপিএইচ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৬ এপ্রিল) ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নে জিপিএইচ ইস্পাত বিশেষ ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখছে জিপিএইচ ইস্পাত।

অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অস্ট্রিয়ার প্রাইমেটালস প্রযুক্তি ব্যবহার করে কোয়ান্টাম আর্ক ফার্নেস মেথড দিয়ে উৎপাদনে যাচ্ছে জিপিএইচ ইস্পাত। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পণ্যের মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মো. আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, পরিচালক আব্দুল রউফ, আশরাফুজ্জামান, আব্দুল আহাদ, স্বতন্ত্র পরিচালক এমএ মালেক।

এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন কর্ণেল সৈয়দ মো. মোতাহার হোসাইন এবং রানার আপ হয়েছেন মেজর ফয়সাল পাশা।

টুর্নামেন্টে ১৮৮ জন দেশি-বিদেশি গলফার অংশ নেন।