স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশকে আরেকধাপ উপরে টেনে তুলতে রাজনীতি এবং অর্থনীতির কিছু মৌলিক বিষয় দ্বিধাদন্দ, দরকষাকষি আপোষ সমঝোতা ও মাঝামাঝি কোন পথ নেই। যারা ৭১সালের গণহত্যার পক্ষে সাফাই গায়, যারা সংবিধান ও রাষ্ট্রীয় মুলনীতি অস্বীকার করে, এই পাকিস্তানপন্থি রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়ীক-ধর্মান্ধ-মৌলবাদী-জঙ্গীবাদী শক্তি ও তাদের রাজনৈতিক পাটনারদের রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দেশে বিস্ময়কর উন্মতি হয়েছে। এই কক্সবাজারের অভাবনীয় উন্নতি হচ্ছে। এই উন্নয়নের সুফল যেন ঘরকাটা ইঁদুর-উঁইপোকা খেয়ে না ফেলে, উন্নয়নের সুফল যেন কেবলমাত্র ধনিরা কুক্ষিগত করে অতি ধনিতে পরিনত না হয়, তার জন্য দূর্নীতি-বৈষম্যের অবসান করতে হবে। তাই প্রধানমন্ত্রীকে একই সাথে জঙ্গীবাদ ও তাদের রাজনৈতিক সঙ্গীদের মোকাবেলার পাশাপাশি ঘরকাটা ইঁদুর-উঁইপোকা দমন করতে হবে। শুধু বাইরের শত্রুই না প্রধানমন্ত্রীকে ঘরের শত্রুও মোকাবেলা করতে হবে। জঙ্গীবাদ ও তাদের রাজনৈতিক সঙ্গীদের মোকাবেলায় জাসদ যেমন প্রধানমন্ত্রীকে সমর্থণ দিয়ে আসছে ঠিক তেমনি দূর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নিলেও জাসদ প্রধানমন্ত্রীকে সমর্থণ দিবে।












