গহিরায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিউজচিটাগাং : রাউজান উপজেলার ৪নং গহিরা ইউনিয়নের দলই নগর পুর্ব মাঝের বাড়ীর সিএনজি অটোরিক্সা চালক এনামের স্ত্রী আরজু আকতার (২১) স্বামীর বসতঘরের মধ্যে গলায় ওড়না দিয়ে ফাসঁ লাগিয়ে আতর্œহত্যা করে বলে তার শ^াশুড়ী ফিরোজা আকতার জানান । ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময়ে এ ঘটনা সংগঠিত হয় বলে জানা গেছে । আরজু আকতারের আতর্œহত্যার পর তার শ^াশুড়ী সহ তার পরিবারের সদস্যরা আরজু আকতারকে মুমুর্ষ অবস্থায় রাউজানের গহিরা জেকে মোমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে । এই সময়ে আরজু আকতারের মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানালে আরজু আকতারের শ^াশ^ড়ী, স্¦ামী এনাম, আরজু আকতারের লাশ হাসপাতালে ফেলে চলে যায় । ঘটনার পর আরজু আকতারের শ^াশুড় বাড়ীর লোকজন ফোন করে আরুজু আকতারের পিতা আবদুল শুক্কুরকে জানালে আবদুল শুক্কুর ও তার পরিবারের সদস্যরা রাউজানের জেকে মোমোরিয়াল হাসাপাতালে এসে আরজু আকতারের মৃত দেহ দেখতে পায় বলে জানান আরজু আকতারের পিতা আবদুল শুক্কুর । আরজু আকতারের পিতা আবদুল শুক্কুর অভিযোগ করে বলেন আমার মেয়ে আরজু আকতারকে তার স্বামী এনাম, শ^াশুড়ী ফিরোজা আকতার, ননদ রিংকু মিলে শ^াসরুদ্ব করে হত্যা করে আরজু আকতার আতর্œহত্যা করেছে বলে প্রচারনা চালিয়েছে । গত চার মাস পুবে আরজু আকতারকে মারধর করে স্বামী এনাম ও শ^াশুড়ী ফিরোজা ননদ রিংকু । ঐ সময়ে আরজু আকতারের শ^াশুড় বাড়ীতে স্থানীয় মেম্বার সহ সালিসি বৈঠক করে আর কখনো আরজুকে শারধর করবেনা বলে অঙ্গিাকার করে স্বামী এনাম, শ^াশুড়ী ফিরোজা আখতার । আরজু আকতারের পিতা আবদুল শুক্কুর অভিযোগ করে বলেন, গত ২ বৎসর পুর্বে আরজু আকতারকে এনামের সাথে বিবাহ দেওয়া হয় । বিবাহের সময়ে ১লাখ ২০ হাজার টাকা ও ফার্নিসার যৌতুক দেওয়া হয় । বিবাহের পর আরজুকে যৌতুকের জন্য নির্যাতন করতো । আরজু আকতারের ৭ মাস বয়সের এ্যনি আকতার নামে এক কন্যা সন্তান রয়েছে । গৃহবধু আরজু আকতারের মাতা রোজিনা আকতার বলেন, আমার মেয়েকে হত্যা করেছে আমি ও আমার পরিবারের সদস্যরা এই হত্যাকান্ডের বিচার চাই। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই নুর নবী বলেন, আরজু আকতারের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে । এব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে । ময়না তদন্ত রির্পোটে আরজু আকতারকে হত্যা করার রিপোর্ট পাওয়া গেলে হত্যা মামলা রেকর্ড করা হবে ।গৃহবধু আরজু আকতার রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী ঘোনা পুলশ ক্যাম্প এলাকার আবদুল শুক্কুরের কন্যা ।