গনপূর্ত বিভাগের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের হাতাহাতির পর ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে সিজিএস ভবনের ২য় তলার গনপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস কক্ষের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১৫ জন হলেন- মো. ইলিয়াস (২৮), মো. রাতুল হাসান রানা (২৪), সজীব খন্দকার (২৩), মো. হাসান মুরাদ (৩২), আবুল মনছুর (২৯), শাহ মোহাম্মদ (৩২), মো. সামসুদ্দিন (৩৯), মোহাম্মদ ফাইজুল ইসলাম (২২), মো. জামশেদ (২৫), মো. জালাল (৩৫), ফয়সাল খান (২০), মো. ইউসুফ (১৮), মো. রাকিব (১৯), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. নুরুন্নবী (২৯)।
এদের মধ্যে মো. ইলিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অন্যরা ডবলমুরিং এলাকায় নিজেদের ছাত্রলীগ-যুবলীগের কর্মী পরিচয় দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, মোগলটুলি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী গনপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস কক্ষের সামনে যান। ওখানে আগে থেকে ছিলেন পারভেজসহ আরেকটি গ্রুপ। পরে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘গনপূর্ত বিভাগের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের হাতাহাতির পর ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’











