যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন না দেওয়া ও মাস্ক না পড়ায় শিক্ষকদের মাধ্যমে অর্ধেক ছাত্র কোভিডে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে গত মে মাসে শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের এমন কোভিড আক্রান্তের বিষয়টি চিহ্নিত করেছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন টিকা না দিয়ে ছোট বাচ্চাদের রক্ষা করার প্রচেষ্টাকে দুর্বল করার এটি একটি সহজ উদাহরণ। সিএনএন

সিডিসির প্রতিবেদনে বলা হচ্ছে কোভিড উপসর্গ নিয়ে ওই স্কুলটির ক্লাসে এসেছেন শিক্ষক। ক্লাসরুমটিতে ২২ জন ছাত্রের ১২ জন কোভিডে আক্রান্ত হয়ে পড়ে। প্রথম ও দ্বিতীয় সারিতে যে ১০ জন ছাত্র বসেছিল তাদের ৮ জনই কোভিডে আক্রান্ত হয়।

সিডিসির পরামর্শ অনুযায়ী শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের ঘর থেকে বাইরে বের হবার পর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছিল। কিন্তু শিক্ষকরা তা অনুসরণ করেননি।

স্কুল চলাকালীন সময়ে ক্লাসরুমে ডেস্কগুলো ৬ ফুট দূরত্বে ছিল। প্রতিটি ক্লাসে উচ্চ দক্ষতা সম্পন্ন বায়ু বিশোধন যন্ত্র বসানো ছিল। দরজা ও জানালা খোলা রাখা হয়েছিল।
এরপরও শিক্ষক ও ছাত্র মিলে ২৭ জন কোভিডে আক্রান্ত হয়। তবে গুরুতর অসুস্থ হওয়ার আগেই তারা সুস্থ হয়ে উঠেছেন।
সিডিসি বলছে এই স্কুলটির উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় ছাত্র ও শিক্ষকদের কোভিড ভাইরাস থেকে রক্ষা করতে কিভাবে অন্য স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা প্রয়োজন।