‘আ’লীগ দোসরদের প্রতিরোধ করতে আনোয়ারাবাসী প্রস্তুত’

২৪ এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার উষ্কানিদাতা গণমাধ্যমকর্মী নামধারীরা আনোয়ারার পার্কি বিচে মিলিত হচ্ছে। আগামীকাল (৩০ এপ্রিল) আওয়ামী দোসরদের প্রতিরোধ করতে আনোয়ারাবাসী প্রস্তুত।

মুক্তিযুদ্ধ না দেখলেও চোখের সামনেই ২৪ এর গণহত্যা দেখেছে নতুন প্রজন্ম। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, স্নাইপার শট, রিমান্ড, গুম, ক্রস্ফায়ার, আগুন দিয়ে পুলিশের গাড়িতে জীবিত মানুষ পর্যন্ত পোড়ানো হয়েছে। এগুলো ইতিহাস বইয়ে পড়া কোন বিষয় নয়, চোখের সামনে ঘটা বাস্তবতা। ছবি আছে, ভিডিও আছে। এভিডেন্স আছে, আছে আহত মানুষের আহাজারি। নিহতের প্রমাণ।

তারপরও ১৭ বছর সরকারী সুযোগ সুবিধা পেয়ে পেয়ে কিছু সাংবাদিকের চোখ এমনই অন্ধ হয়ে গেছে। তাদের হৃদয় এমন গভীর কালো অন্ধকারে নিমজ্জিত যে হাসিনা ও তার হত্যাযজ্ঞের পক্ষে এখনো কথা বলে, আওয়ামী ঐক্যের ধৃষ্টতা দেখায়। কতোটা নির্লজ্জ্ব। এমন কালো হৃদয়ের সাংবাদিকদের আগামীকাল আনোয়ারায় ( আসলে রাজনেতিক কর্মী) প্রতিরোধ করতে প্রস্তুত ছাত্র-জনতা। >খবর বিজ্ঞপ্তির