ভারতে লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি দিন। ঠিক এ সময়ে ফেসবুক কর্তৃপক্ষ সোমবার ৬৮৭টি ভুয়া পেজ ও একাউন্ট মুছে দিয়েছে। এর বেশির ভাগই কংগ্রেস পার্টির। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ওই পেজগুলো সুসংগঠিতভাবে যথার্থ আচরণ করছিল না। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান।
ফেসবুক তার বিবৃতিতে বলেছে, ভারতে ৬৮৭টি ফেসবুক ও একাউন্ট আমরা মুছে দিয়েছি। এর বেশির ভাগই আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম সনাক্ত করে তা বন্ধ করে দিয়েছে।
এসব পেজ ও একাউন্ট ভারতে যথার্থ আচরণ করছিল না। এর সঙ্গে যারা যুক্ত তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত। এ ছাড়া ইন্ডিয়ান আইটি বিষয়ক প্রতিষ্ঠান সিলভার টাচের সঙ্গে যুক্ত অজ্ঞাত ব্যক্তিদের ১৫টি ফেসবুক পেজ, গ্রুপ ও একাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। নিয়ম ভাঙার কারণে ৩২১টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।