চবি উপাচার্যকে প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক রচিত বই উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও বর্তমান চবি গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক প্রণীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গকৃত ‘লিগ্যাল ইথিকস ইন থিউরী এন্ড প্র্যাকটিস : এ বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামের বইটি লেখক ১১ আগস্ট ২০২১ বিকেল ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নিকট উপহার হিসেবে প্রদান করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য একটি গুরুত্বপূর্ণ বই রচনার জন্য প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুককে আন্তরিক ধন্যবাদ জানান। লেখকের এ বইটি শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীসহ দেশে আইন পেশায় নিয়োজিতদের সার্বিক উপকারে আসবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি লেখককে তাঁর লেখালেখি নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।