দ্বিতীয় ডোজ টিকা পেয়ে খুশি রাউজানের প্রবাসীরা

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৩ঘন্টা অবস্থান নিয়ে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন শতাধিক প্রবাসী। গতকাল বুধবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্থ থেকে বিদেশ ফেরত প্রবাসীরা টিকা নিবন্ধন সনদ ও পাসপোর্ট নিয়ে জড়ো হন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সেখানে টিকাদানকারী বুথের সামনে টিকা সনদ ও পার্সপোর্ট নিয়ে কেউ মেঝতে বসে পড়েন, আবার কেউ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবস্থানের পর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গতকাল (বুধবার) দুপুর দেড়টা পর্যন্ত ১০৮জন প্রবাসীকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত প্রবাসীদের টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেওয়া প্রবাসীরা ছাড়াও ক্ষুদে বার্তা পেয়ে আরও অনেক প্রবাসী আসতে শুরু করেছেন।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন, মো. শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন প্রবাসী জানান, আমরা জুলাই মাসের মাঝামাঝিতে করোনা ভাইরাসের প্রথম ডোজ গ্রহণ করেছি। দ্বিতীয় ডোজ দেওয়ার সময় ছিল আগস্ট মাসের ১১ তারিখ বা আরও আগে। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় আমরা প্রবাসীরা অবস্থান নিয়েছি। প্রবাসীদের দ্বিতীয় ডোজ কেন সংরক্ষণ করা হয়নি- এমন প্রশ্নও ছিল তাদের।

অবস্থান নেওয়া প্রবাসীরা আরও বলেন, ’সরকার বলছে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাস্তবে তা চোখে পড়ছে না। আমরা সকাল থেকে অবস্থান করছি, স্বাস্থ্য কমপ্লেক্স’র টিকাদানে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেন- দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুর হবে আগামী ১৪ই আগস্ট থেকে। আমরা অনুরোধ করেছি, দ্বিতীয় ডোজ আজকের মধ্যে দেওয়ার জন্য। কারণ আমাদের বিদেশে কর্মস্থলে ফিরতে হবে।’ পরে প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে টিকাদানে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা দুপুরের মধ্যে টিকা দেওয়া হবে বলে আশ্বস্থ করেন। সেখানে অবস্থান নেওয়ার সময়ের মধ্যে বেলা ১২টার দিকে প্রবাসীদের মুঠোফোনে ক্ষুদেবার্তা আসতে শুরু করে। ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয় ১১ তারিখ রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্ড ও পাসপোর্ট নিয়ে আসতে হবে। বেলা ১২টা থেকে প্রবাসীদের দ্বিতীয় ডোজ (সিনোফার্মা’র) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ তারিখ থেকে সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। আমরা সবাইকে জানিয়েছি মুঠোফোনে ক্ষুদেবার্তা গেলেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেওয়ার জন্য। বর্তমানে প্রথম ডোজ শংকট রয়েছে, আশাকরছি শনিবারের মধ্যে তার নিরসন হবে। প্রবাসীদের যে সমস্যাটা তা ১৪ তারিখ থেকে দেওয়া যাবে। এখন যদি কোন প্রবাসী জরুরী হয়ে যায়, যেহেতু তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ ছিল ১১ তারিখ। সেক্ষেত্রে তাদের ভ্যাকসিন দিয়ে দিতে পারব। তবে এটা গড়ে সবার জন্য না।’

উল্লেখ্য, রাউজানে মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৬লক্ষ। এর মধ্যে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীর সংখ্যা প্রায় লক্ষাধিক। সংশ্লিষ্ট সূত্র বলছে- এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২ শ মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এই পর্যন্ত টিকা পেয়েছেন ৪৩ হাজার মানুষ।